কানাইঘাট
কানাইাটে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার
![](https://beanibazartimes.com/wp-content/uploads/2021/10/2694e385b4c8931048298bdbf5242e60.jpg)
নিউজ ডেস্ক- কানাইঘাট থানা পুলিশ কয়েকটি মামলার আসামী উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির নারাইনপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র আব্দুল ওয়াহিদ ছুনুকে (৩৮) গ্রেফতার করেছে।
থানার এসআই পিযুষ চন্দ্র সিংহ সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিত্বে আব্দুল ওয়াহিদকে থানার পাশ থেকে গ্রেফতার করেন।
এসআই পিযুষ চন্দ্র সিংহ জানান, আব্দুল ওয়াহিদের বিরুদ্ধে নারাইনপুর গ্রামের নিমার আলীর পুত্র জইন উদ্দিনকে হত্যা চেষ্টাসহ নারী নির্যাতন মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় ভূমি দখল সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।