করোনাকালীন সময়ে বিয়ানীবাজারে মাধ্যমিকের অনেক ছাত্রীরা বিয়ের পিড়িতে, ছেলেরা প্রবাস যাত্রায়!
জুবায়ের আহমদঃ করোনা সংক্রমন থাকায় দীর্ঘদীন বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। অবশেষে শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের উপস্থিতিতে সরব হলেও অনেকেই যেন এখন হারিয়ে গেছেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। বিয়ানীবাজার টাইমসের অনুসন্ধানে ঠিক এমনই চিত্র বেড়িয়ে আসে।
সরেজমিনে সোমবার (২৫ অক্টোবর) বিয়ানীবাজার উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে কথা হয় বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে। বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী নাসরিন বেগম সহপাঠীকে হারানোর তীব্র আক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন কয়েক দিন আগেও সে ছিল আমার সাথে, দিয়েছে এসাইনমেন্ট জমা। কয়েক দিন আগে হয়েছে তার বিয়ে।
জলঢুপ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সামিয়া আক্তার বলেন আমার বান্ধবী কয়েক দিন হতে চললো বিয়ে হয়েছে। বড্ড মিস করি তাকে। এমন না হলেও পারতো।
শুধু বিয়ে নয়, করোনার ভয়াবহতায় নতুন করে অসচ্ছল হয়েছে অনেক পরিবার। ফলে অনেক শিক্ষার্থী অপরিণত বয়সে পাড়ি জমিয়েছেন প্রবাসে। অমি আহমদ নামে একজন শিক্ষার্থী বলেন কয়েক দিন পূর্বে তার ৪ সহপাঠী চলে গেছে মধ্যপ্রাচ্যে।
পরিবারের অভাবের তারণায় অনেক শিক্ষার্থীকে বাদ দিতে হয়েছে পড়াশুনা। এমন চিত্র দেখা যায় বিয়ানীবাজার উপজেলার লাইতা উচ্চ বিদ্যালয়ে গিয়ে। কয়েকজন শিক্ষার্থী বলেন আমাদের কয়েকজন সহপাঠী পড়া বাদ দিয়ে দিয়েছেন। তাদের পরিবারে দেখা দিয়ে অভাব। ফলে তারা আর স্কুলে আসছে না।
জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন বলেন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় স্কুল খোলার পর থেকে এখন দেখা যাচ্ছে বেশ কিছু শিক্ষার্থী চলে গেছেন প্রবাসে আবার অনেক ছাত্রীদের হয়েছে বিয়ে। একই কথা বলেন লাউতা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাব উদ্দিন।
বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম মল্লিক বলেন আমরা শুনেছি অনেক শিক্ষার্থী প্রবাসে চলে গেছে এবং অনেকের বিয়ে হয়ে গেছে। আমার কলেজেও ভর্তিকৃত শিক্ষার্থী থেকে এইচ এস সি পরিক্ষার জন্য সংখ্যায় কিছুটা কম শিক্ষার্থী ফরম পূরণ করেছেন।
শিক্ষার্থীদের ঝড়ে পড়ার বিষয়ে কথা হয় বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমানের সাথে। তিনি বলেন বছর শেষে আসলে পরিপূর্ণ ভাবে বুঝা যাবে কতটা শিক্ষার্থী আসলে ড্রপ দিয়েছে। তবে এখন পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী ৫% শিক্ষার্থী ঝড়ে পরেছে।
এর কারণ হিসেবে তিনি বলেন যেহেতু বিয়ানীবাজার একটি প্রবাসী অধ্যুষিত অঞ্চল। সেজন্য প্রায় প্রত্যেকের প্রবাসের দিকে বেশী ঝোক থাকে। আর পাশাপাশি বিয়ের প্রবণতা ও রয়েছে।