জকিগঞ্জ
জকিগঞ্জে ইয়াবাসহ মহিলা আটক

নিউজ ডেস্ক- সিলেটের জকিগঞ্জ থেকে ৮৬০ পিস ইয়াবাসহ নাজমা বেগম (৩৮) নামের এক মহিলাকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতার নাজমা ময়মনসিংহের হালুয়াঘাট গাতি গ্রামের মৃত ইউসুফ আলীর কন্যা। বর্তমানে দক্ষিণ সুরমার বান্দো কলোনীতে তার বসবাস।
র্যাব-৯, ব্যাটালিয়ন সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ মঈনুল ইসলাম এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তার কাছ থেকে দুটি সিমকার্ডসহ মোবাইল উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।