বিয়ানীবাজারে ব্রয়লার মুরগে আগুন, হতাশ নিম্নবিত্তরা!
জুবায়ের আহমদঃ “এক কেজি ব্রয়লার মুরগ কিনলে আর চাল কিনার টাকা থাকে না। সারাদিনে যা আয় করি তার অর্ধেক দিয়েই কিনেছি এক কেজি মুরগ। বাকি যা টাকা আছে সেই টাকা দিয়ে পর্যাপ্ত চাল কিনা সম্ভব না” কথা গুলি বিয়ানীবাজারের একজন দিন মজুরের।
শনিবার(২৩ অক্টোর) সরেজমিনে পৌরশহরের খুচরা বাজারে গিয়ে ঠিক এমন চিত্রই দেখা যায়। ব্রয়লার মুরগের দাম যেন এখন ধরা ছোয়ার বাইরে। প্রতি কেজি মুরগ এখন বিক্রি হচ্ছে ১৭৫—১৮০ টাকায়। ফলে বিপাকে পড়তে হচ্ছে সব থেকে বেশী মধ্যবিত্ত ও নিম্ন বিত্তের মানুষকে।
রফিক আহমদ নামে একজন বৃদ্ধ বলেন এসেছিলাম বাজারে মুরগ কিনতে। অতিরক্ত দাম হওয়ায় মুরগ না নিয়েই বাসায় চলে যেতে হচ্ছে। অতিরিক্ত দামের অভিযোগ করেন আরও বেশ কয়েকজন ক্রেতা।
ব্যাবসায়ীরা বলছেন খামারীদের কাছ থেকে অতিরিক্ত দাম দিয়ে কিনতে হয় মুরগ। তারা বলেন প্রতি কেজি মুরগ কিনতে খরচ হয় প্রায় ১৭০ টাকার মতো। ফলে খুচরা বাজারে কম দামে ব্রয়লার মুরগ বিক্রি করার কোন সুযোগ নেই।
সরেজমিনে বিয়ানীবাজার উপজেলার বেশ কয়েকটি পোল্ট্রি খামার ঘুরে কথা হয় বেশ কয়েকজন খামারীর সাথে। তরুণ খামারী ছরওয়ার খান বলেন অতিরিক্ত দাম দিয়ে আমাদের এখন সব কিছু কিনতে হচ্ছে। বৃদ্ধি পেয়েছে ফিডের দাম ও। ফলে সব কিছু সামঞ্জস্য রেখেই আমাদেরকে পাইকারী বাজারে বিক্রি করতে হয়। তারপরও আমাদেরকে অনেক লোকসানের সম্মুখীন হতে হয়।
উজ্জ্বল আহমদ নামে অন্য এক খামারী বলেন একটা বাচ্ছাকে এখন কিনতে হয় পূর্বের দ্বিগুন দামে। বৃদ্ধি পেয়েছে সব কিছুর খরচ। অনেক ফার্ম বন্ধ হয়েগেছে। আমাদেরকেও পড়তে হয় লোকসানের মুখে। আমরা শুধু খরচটা বের করে বিক্রি করে ফেলছি।