গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে উপহারের ঘর অন্ধকার, ১২ দিনেই ফাটল

নিউজ ডেস্ক- গোলাপগঞ্জের হাজিপুর নোয়াপাড়া গ্রামে সরকারি খাস জমিতে অসহায়দের জন্য নির্মিত হয়েছে ১৬ ঘর। গত ৯ অক্টোবর এসব ঘরের উপকার ভোগীদের হাতে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি তুলে দেয়া হয়। তবে উদ্বোধনের ১২ দিন পেরিয়ে গেলেও স্বপ্নের ঠিকানায় ঠাঁই হয়নি অসহায় ১৬ পরিবারের। বিদ্যুতের তার টানানো হলেও মিটার লাগেনি ঘর গুলোতে। তাই স্বপ্নের ঠিকানা অন্ধকার হয়ে আছে। ২-৩ টি ঘরের দেয়াল ও খুঁটিতে ফাটল ধরেছে। একটি ঘরের দুটি খুঁটি যে কোন সময় মধ্যখানে ভেঙে যেতে পারে। পুঁতা হয়নি বাথরুমের রিং। নম্বর পড়েনি ঘর গুলোর। নম্বর বিহীন একটি ঘরের জানালা ভেঙে পড়ে আছে ঘরের ভিতরে। এসব অসুবিধা থাকায় এখনো ঘরে উঠতে পারেননি প্রধানমন্ত্রী দেওয়া ঘরের উপকার ভোগীরা।

এদিকে প্রায় এক কিলোমিটার সড়ক কাঁচা থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এই এলাকার হাজারো মানুষের। এর মধ্যে এ সড়ক দিয়ে যাতায়াত করতে হবে প্রধানমন্ত্রীর দেয়া ১৬ ঘরের উপকার ভোগীদের। স্থানীয় ও উপকার ভোগীদের দাবি এ সড়কটি পাকা করে দেওয়ার। এ সড়কটি পাকা হলে দিয়ে যাতায়াতকারীদের দীর্ঘদিনের ভোগান্তি লাগব হবে।

সরেজমিন অসহায়দের স্বপ্নের ঠিকানায় গেলে দেখা যায়, ১৬ পরিবারের মধ্যে একটিও পরিবার উঠেননি স্বপ্নের ঠিকানায়। সরাসরি কাউকে না পাওয়া গেলেও ঘটনাস্থলে দাঁড়িয়ে মুঠোফোনে কথা হয় উপকার ভোগী আলম আহমদের সাথে।

আলম আহমদ জানান, ‘বিদ্যুৎ নেই। অন্ধকার চারপাশ। ছেলে-মেয়েদের নিয়ে উঠতে ভয় হয়। সামনে ছেলে-মেয়ের পরীক্ষা। অন্ধকারে তাদের পড়ালেখার অসুবিধা হবে। বাথরুমে রিংও পুঁতা হয়নি। এজন্য এখনও আসা হয়নি।’

এসময় বহু বছর আগ থেকে এখানে বসবাসরত স্থানীয় বাসিন্দা বয়োবৃদ্ধ হাজেরা বেগম জানান, ‘এখনো কোন পরিবার ঘরে উঠেনি। কবে উঠবে তাও জানা নেই। আমাদেরকে ৩ টি ঘর দেয়া হয়েছে। কিন্তু আমরাও উঠিনি।’

কেন উঠেননি জানতে চাইলে তিনি বলেন, ’বিদ্যুৎ নেই। এখনো বাথরুমের রিং পুঁতা হয়নি। আমার একটি ঘরের দেয়ালে ফাটল ধরেছে। ভয় হয়, যদি কিছু হয়। এজন্য কষ্ট করে হলেও যেখানে আছি, সেখানেই বর্তমানে রয়েছি।’

এদিকে যে ২-৩ টি ঘরে ফাটল দেখা দিয়েছে তারা উপস্থিত না থাকার কারণে তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি গত দুই মাস ধরে অসুস্থ আছেন বলে জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির বলেন, ‘বিদ্যুতের মিটারের বিষয়ে পল্লী বিদ্যুতের সাথে আমাদের কথা হয়েছে। আশা করছি এক সপ্তাহের ভিতরে বিদ্যুৎ হয়ে যাবে। ফাটলের বিষয়ে আমার জানা নেই। আর দেয়ালে এরকম ফাটল ধরার কথা নয়। তারপরও আমি লোক পাঠাব। বিষয়টি সমাধান করার জন্য।’

Back to top button