জুড়ী

জুড়ীতে সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে গণ অনশন ও বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক- সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার যথার্থ অর্থে দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে মৌলভীবাজারের জুড়ীতে গণ অনশন, গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখার আয়োজনে এ গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি হরিপদ কর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দাশের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী, পশ্চিম জুড়ী ইউনিয়ন চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শীতাংশু শেখর দাশ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বরদেন্দু দাশ সেকু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সহ সভাপতি কন্দর্প নারায়ণ দে, সাংগঠনিক সম্পাদক মহেশ দাশ, পুরোহিত সমাজ উপজেলা শাখার সহ সভাপতি ধীরেন্দ্র চক্রবর্তী।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, টিএসএস সভাপতি খোকন দে, সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ সাজু, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সদস্য পিংকু চন্দ্র দাশ, সুহৃদ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অম্বিকা পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র-যুব ঐক্য পরিষদ উপজেলা শাখার আহ্বায়ক লিটন দত্ত,

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সদস্য মাইকেল নংরুম, পূর্ব জুড়ী ইউপি শাখার সাধারণ সম্পাদক দীনবন্দু রুদ্র পাল, গোয়ালবাড়ী ইউপি শাখার সভাপতি অটল কৃষান সিংহ সিবেন, ফুলতলা ইউপি শাখার সাধারণ সম্পাদক অতুল পাল প্রমূখ।

বক্তারা বলেন, বার বার এদেশে গুজব রটনা করে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, পূজামণ্ডপ, বাড়ি ঘরে হামলা হচ্ছে। কিন্তু এর সঠিক বিচার হচ্ছে না। তারা এ ঘটনার সেই সনাক্তকারী ব্যাক্তিকে কঠোর শাস্তির ব্যবস্থা এবং এসব ঘটনার ইন্ধনদাতা ব্যাক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এ সময় বক্তারা অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ণ, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়নের দাবি জানান।

Back to top button