বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি পালিত

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজারে সনাতন ধর্মীয় সংগঠন পূজা উদযাপন পরিষদ, বিয়ানীবাজার উপজেলার উদ্যোগে গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকাল ৮টা থেকে পৌরশহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়।

ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ও সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার দাবীতে এ কর্মসূচিতে বাসুদেব সেবক সংঘ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখা, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বিয়ানীবাজার, ইসকন বাংলাদেশ, সানেশ্বর বাজার দুর্গা মণ্ডপ সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন যোগদান করে।

এতে উপস্থিত ছিলেন শিক্ষক প্রদীপ দাস, ধ্রুবপদ ভট্টাচার্য, বিধু ভূষণ বৈদ্য, আয়োজক সংগঠনের সহসভাপতি শংকর দেব, সুজিত কর, সাধারণ সম্পাদক অরুণাভ পাল চৌধুরী মোহন, যুগ্ম সম্পাদক বিপ্লব চক্রবর্তী, ইসকন বিয়ানীবাজারের অধ্যক্ষ সিদ্ধগৌর দাস ব্রহ্মচারী ,বাসুদেব সেবক সংঘের সহসভাপতি সুদর্শন ভট্টাচার্য, ভারপ্রাপ্ত সম্পাদক অমিতাভ পাল চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিয়ানীবাজার উপজেলার সভাপতি কান্তি চক্রবর্তী, পৌর সভাপতি সুখেন্দু চক্রবর্তী, সম্পাদক মহেশ ঘোষ, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক তন্ময় পাল চৌধুরী, সদস্য ভানু বিশ্বাস, অসীম দাস, আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাজন দাস, প্রচার সম্পাদক সন্জয় পাল, সদস্য সাধন দত্ত, মিহির চন্দ, দিবাকর পাল, সঞ্জয় আচার্য্য, বিষু দে, তুষার ভট্টাচার্য, অরুণ বৈদ্য, সন্ধি ভট্টাচার্য, নিলু কর,দেবানন্দ দাস দেবল,সুজিত দাস,মন্টু দাস, প্রদীপ দাস, প্রিয়রঞ্জন বিশ্বাস, অরুন দাস,নবকিশোর চন্দ, বিকাশ ধর, অপুর্ব পুরকায়স্থ, ঝলক দাস,নয়ন দেব প্রমুখ।

পূজা উদযাপন পরিষদ, বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক অরুণাভ পাল চৌধুরী মোহন উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, কেন্দ্র থেকে পরবর্তীতে আরো কর্মসূচি আসবে। আগামীর কর্মসূচিগুলোও সফল করতে সবাইকে পাশে থাকার আহবান জানাই।

Back to top button