বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার এ্যারাইভালস স্পোর্টিং ক্লাবের নতুন সিজনের জার্সি উন্মোচন

স্পোর্টস রিপোর্টারঃ বিয়ানীবাজারের ক্রিকেট অঙ্গনের সবচেয়ে শক্তিশালী ক্লাব এ্যারাইভালস স্পোর্টিং ক্লাবের ২০২১-২০২২ সিজনের নতুন জার্সি উন্মোচিত হয়েছে। বিয়ানীবাজার উপজেলার বর্তমান চ্যাম্পিয়ন দলটি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী সিজনের জন্য তাদের নতুন জার্সি, ট্রাউজার ও ক্যাপ খেলোয়াড়দের কাছে তুলে দেন অতিথিরা।

জার্সি উন্মোচন অনুষ্ঠান শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বিয়ানীবাজারের অভিযাত রেস্টুরেন্ট রয়েল স্পাইসীতে শাকের আহমদের সঞ্চালনায় ক্লাবের সভাপতি ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর।

ক্লাব সহ-সভাপতি আফজাল হোসেনের স্বাগত বক্তব্য  দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছালেহ আহমদ বাবুল, বিয়ানীবাজার উপজেলা আম্পায়ার এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক আহমেদ ফয়সাল, ক্রীড়া সংগঠক এমদাদুল হক সুবেল ও জিয়া উদ্দিন, বিয়ানীবাজার টাইমসের সম্পাদক তোফায়েল আহমদ ও বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রাজেল আহমদ, ক্লাবের অধিনায়ক ও সহ-সভাপতি হোসাইন মোহাম্মদ মনসুর।

বক্তারা এসময় এই ক্লাবের ভূয়সী প্রশংসা করে তাদের সফলতা ধরে রেখে আগামীতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

ক্লাবের পক্ষ থেকে বক্তব্যে দায়িত্বশীলরা তাদের ক্লাবের খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, এছাড়াও ক্লাবের পাশে দাড়ানোর জন্য জার্সি স্পন্সর নুর এন্ড সন্স ও এডিশন ফিল্ম মিডিয়াকে ধন্যবাদ জানান।

Back to top button