বড়লেখা

বড়লেখায় ভয়ঙ্কর প্রতারণা, এসিল্যান্ড পরিচয় দিয়ে টাকা দাবি!

বিশেষ প্রতিনিধিঃ বড়লেখা উপজেলায় অভিযোগ উঠেছে এক ভয়ঙ্কর প্রতারণার। মোবাইল কোর্টের নামে ভয়ভীতি দেখিয়ে ব্যাবসায়ীদের কাছ থেকে মুঠোফোনে টাকা দাবির অভিযোগ উঠেছে।

তবে এ বিষয়ে বড়লেখা উপজেলার সহকারি কমিশনার(ভূমি) জাহাঙ্গীর হোসেন সবাইকের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ‘এসিল্যান্ড বড়লেখা’ নামে একটি ফেইসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন

তিনি বলেন একটি প্রতারক চক্র এসিল্যান্ডের পরিচয় দিয়ে মিথ্যা ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছে। ব্যাবসায়ীদেরকে হয়রানি করা হচ্ছে। বিকাশে টাকা চাওয়া হচ্ছে। তাই এসব ভূয়া প্রতারক চক্রের হাত থেকে সাবধান হতে তিনি আহ্বান করেন। এরকম কল কেউ পেলে বা প্রতারণার শিকার বড়লেখা থানায় অভিযোগ করার কথা বলেন তিনি।

তিনি আরও বলেন ইতিমধ্যে আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি। তিনি বিষয়টি তদন্তপূর্বক থানার ওসিকে ব্যবস্থাগ্রহণ করতে বলেছেন।

Back to top button