গোলাপগঞ্জে রাতের আধারে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার
বিয়ানীবাজার টাইমসঃ রাতের আধারে ৯৯৯ এ কল দিয়ে গৃহবধূর করুণ আর্তনাদ। আমাকে ধর্ষণ করা হয়েছে। ঠিক এমনই অভিযোগের ভিত্তিতে গোলাপগঞ্জের ছানু মিয়া(২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সেই গ্রেপ্তারকৃত সেই যুবক ফুলবাড়ি ইউনিয়নের মোহাম্মদ নূর উদ্দিনের পুত্র।
ইতিমধ্যে ধর্ষণের শিকার সেই গৃহবধু বাদী হয়ে অভিযুক্ত যুবককে আসামী করে গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ এবং বাদী সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ১২ ঘটিকায় ঐ গৃহবধু ৯৯৯ এ কল দিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এমন অভিযোগ করেন। ঘটনা জানার সাথে সাথে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর নির্দেশনায় থানার এসআই ফয়জুল করিম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধুকে উদ্ধার করেন এবং অভিযুক্ত ছানু মিয়াকে (২৫) কে গ্রেপ্তার করেন
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন অভিযুক্ত আসামী ছানু মিয়াকে বৃহস্পতিবার(২১ অক্টোবর) সকালে আদালতে প্রেরন করা হয়েছে। এবং ভিকটিমকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।