বিয়ানীবাজার সংবাদ
৪ দিনের সফরে সিলেটে এসে পৌছেছেন সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
নিজস্ব প্রতিবেদকঃ বিভিন্ন রাজনৈতিক ও উন্নয়ন কর্মসূচিতে যোগ দিয়ে ৪ দিনের সফরে সিলেটে এসে পৌছেছেন সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি আজ সকালে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে বিমানবন্দরে স্বাগত জানান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিনসহ বিয়ানীবাজার গোলাপগঞ্জের দলীয় নেতাকর্মী।
বর্ষীয়ান এ নেতা সিলেট সফরের ৪ দিনে তার নির্বাচনী এলাকা বিয়ানীবাজার-গোলাপগঞ্জের বিভিন্ন দলীয় কর্মকান্ড ও উন্নয়ন কর্মসূচিতে যোগ দিবেন।