জৈন্তায় আবাসিক ভবন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার!
নিউজ ডেস্ক- সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত একটি আবাসিক ভবন হতে যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানাপুলিশ। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সদর বাস স্টেশনের পলাশী হোটেল এন্ড রেস্টুরেন্টের স্টাফদের থাকার ঘর থেকে রবিউল হক রবি (২৪) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও ভবন মালিক সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার সদর বাস স্টেশনের পলাশী হোটেল এন্ড রেস্টুরেন্টের রান্নাকক্ষের কর্মচারী কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট গ্রামের আলী আহমদের ছেলে রবিউল হক রবি অনেক দিন হতে এ হোটেলে কাজ করছেন।
বুধবার সকাল ১০টায় ডিউটি শেষ করে হোটেল ভবনের ৩য় তলায় স্টাফ থাকার কক্ষে ঘুমাতে যায় রবি। কিন্তু সন্ধ্যা ৬টায় কাজে যোগ না দেওয়ায় অন্য কর্মচারীরা তাকে ডাকতে গেলে তার কোনো সাড়া না পেয়ে উপরের তলার টিনের ঘরের ফাঁকা অংশ দিয়ে দেখতে পান- গলায় ফাঁস দেয়া অবস্থায় রবির লাশ ঝুলছে। পরে কর্মচারীরা হোটেল মালিককে বিষয়টি জানায়। এসময় হোটেল মালিক জৈন্তাপুর মডেল থানাপুলিশকে খরব দেন।