বিয়ানীবাজার সংবাদ

ফেসবুকে ধর্মীয় বিষয়ে উস্কানি, বিয়ানীবাজারে র‍্যা.বের হাতে আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ ফেসবুকে ধর্মীয় বিষয়ে উস্কানি দেয়ার অভিযোগে বিয়ানীবাজারের এক তরুনকে আটক করেছে র‍্যাব। আটক তরুনের নাম জিয়াউল হক (১৮)। সে দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের সমছুল হকের পুত্র।।

সোমবার সন্ধ্যায় উপজেলার চারখাই বাজারের বাবুর্চি রেস্টুরেন্ট একটি গোপন বৈঠক থেকে আটক করে র‍্যাব, পরে র‍্যাব-৯ এর একটি দল তাকে মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার থানায় সোপর্দ করে।

তার গ্রেফতারের বিষয়টি গনমাধ্যমে নিশ্চিত করেছে বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান সুমন।

Back to top button