বিয়ানীবাজার উপজেলা পরিষদের উদ্যোগে শহীদ শেখ রাসেলকে ফুল দিয়ে শ্রদ্ধা
বিয়ানীবাজার টাইমসঃ শহীদ শেখ রাসেলের জন্ম দিন আজ সোমবার(১৮ অক্টোবর)। তিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র।
শহিদ শেখ রাসেলের স্মরণে বিয়ানীবাজার উপজেলা পরিষদের উদ্যেগে উপজেলা পরিষদের হল রুমে সোমবার(১৮ অক্টোবর) আয়োজন করা হয়েছিল স্মরণ সভা। তার আগে সকালে বিয়ানীবাজার উপজেলা পরিষদ, পৌরভার মেয়র, বিয়ানীবাজার থানা পুলিশ, পল্লিবিদ্যুৎ সমিতি ১ বিয়ানীবাজার জোনাল অফিস এর পক্ষ থেকে উপজেলা পরিষদে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দায়িত্বশীলরা।
পরে উপজেলা পরিষদের হল রুমে শেখ রাসেলের স্মরণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার আশিক নুর এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
প্রধান অতিথি তার বক্তব্যে সেই সময়কার শিশু শেখ রাসেলের জীবনের কিছু মুহুর্ত তুলে ধরেন। তিনি বলেন শেখ রাসেল বেচে থাকলে আজ ৫৮ বছর বয়সে পা দিতেন। ঘাতকরা তাকে বাচতে দেয় নি। তবে বাঙ্গালী জাতি তাকে কখনো ভুলবে না।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোয়াজ্জেম আলী খান চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভৃমি) মুশফিকীন নূর, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা মো. রোমান মিয়া, বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম. এ কাদির, পৌরসভার প্যালেন মেয়র নাজিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, তথ্যসেবা কর্মকর্তা শিউলী বেগম।
পরে স্মরণসভা শেষে শহীদ শেখ রাসেলের জন্য দোয়া করেন উপস্থিত প্রত্যেকেই।