ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বিয়ানীবাজার সরকারি কলেজ স্বরণ করলো শেখ রাসেলকে
বিয়ানীবাজার টাইমসঃ আজ সোমবার শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী। বিয়ানীবাজার সরকারি কলেজ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সোমবার(১৮ অক্টোবর) শেখ রাসেল ৫৮তম জন্মদিবস দিবস পালন করে। জন্মদিবস উপলক্ষে বিয়ানীবাজার সরকারি কলেজ রচনা প্রতিযোগীতার আয়োজন করে।
কর্মসূচী অনুযায়ী প্রথমে বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং পরে কলেজ মিলনায়তনে স্মরণসভার করা হয়।
সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল আলীমের সঞ্চালনায় শুরু হওয়া স্মরণ সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম মল্লিক।
প্রথমে বিয়ানীবাজার সরকারি কলেজ মসজিদের ইমাম মোশাহিদ আহমেদ কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু করা হয় স্মরণ সভার আলোচনা অনুষ্ঠান। উক্ত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের সামনে শেখ রাসেলের জীবনী তুলে ধরেন। পাশাপাশি ১৯৭৫ সালের নির্মম হত্যা কান্ডের ঘটনা ও তুলে ধরেন।
উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. শহীদুল আলম, ড. আবু ইউসুফ মো. শেরুজ্জামান, মনছুর আলমগীর, করিম ইকবাল তাজওলী, সহকারি অধ্যাপক নূরুল হক চৌধুরী, মহসিন হাবীব, দিবাকর তালুকদার, তৌহিদুল ইসলাম, প্রভাষক ইশতিয়াক আহমেদ, মো. এমদাদুল হক, রাজেশ সাহা, মো. জহির উদ্দিন, সুহা হাওয়া চৌধুরীসহ আরো অনেকে।
উক্ত সভা শেষে মরহুম শেখ রাসেলের জন্য উপস্থিত সবাই মোনাজাত করেন।