বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বিপুল ইয়াবা সহ মহিলা মাদক কারবারি আটক

টাইমস ডেস্কঃ বিয়ানীবাজার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

রোববার (১৭ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি শিল্পী বেগম (৫৫) উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। মাদকের আনুমানিক মূল্যে পৌনে তিন লাখ।

বিজিবি-৫২ ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার বিকালে গজুকাটা বিওপি’র টহল কমান্ডার নম্বর-৫৯৭৬০ হাবিলদার ত্রিমতী চাকমার নেতৃত্বে সিলেট জেলার গজুকাটা সীমান্ত এলাকার মেইন পিলার ১৩৫৭/১০-এস থেকে ৩০০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে বিজিবি-৫২ ব্যাটালিয়ন। অভিযানে শিল্পী বেগম নামে ওই মাদক কারবারিকে ইয়াবা পাচারকালে হাতেনাতে আটক করে বিজিবি। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯৬২ পিস ইয়াবা ট্যাবলেট, যার সিজার মূল্য-২ লাখ ৮৮ হাজার ৬শ টাকা।

বিজিবি-৫২ বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহ আলম সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Back to top button