বড়লেখা

বড়লেখায় অর্ধশতাধিক আওয়ামীলীগ নেতা চান ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোয়ন

নিউজ ডেস্ক- ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে তফসিল। আগামী ২৮ নভেম্বর বড়লেখা উপজেলায় অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাতেই এখন বড়লেখার প্রত্যেকটি এলাকায় বইছে নির্বাচনী হাওয়া।

বড়লেখা উপজেলার ১০ টি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোয়ন পেতে চান ৫৩ জন আওয়ামীলীগ নেতা।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে বড়লেখা পৌর শহরস্থ জেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানের কাছে তারা তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়ে প্রার্থী হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন।

এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর।

উপজেলা আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, শনিবার উপজেলার ১০টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে যারা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তাদের নিয়ে জেলা পরিষদ মিলনায়তনে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় বর্তমান চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন। সভায় ১০টি ইউনিয়ন থেকে ৫৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেছেন। এর মধ্যে একজন নারী প্রার্থীও রয়েছেন। উপজেলার বর্ণি ইউনিয়নে জুবের আহমদ, আব্দুল মুহিত ও শামীম আহমদ, দাসেরবাজার ইউনিয়নে জিয়াউর রহমান, স্বপন চক্রবর্ত্তী, মাহতাব উদ্দিন মাতাই, নজব উদ্দিন, মুমিন আহমদ, ফখরুল ইসলাম, নিজাম উদ্দিন, নিজবাহাদুরপুর ইউনিয়নে ময়নুল হক, নিয়াজ উদ্দিন, আব্দুস শুক্কুর, বদরুল আলম উজ্জ্বল, উত্তর শাহবাজপুর ইউনিয়নে রফিক উদ্দিন আহমদ, মুমিনুর রহমান টনি, জুবের আহমদ, আতাউর রহমান সৈয়দ, দক্ষিণ শাহবাজপুরে শাহাব উদ্দিন, নাহিদ আহমদ বাবলু, সামছুল ইসলাম পুতুল, আসিক উদ্দিন, সমছুল ইমলাম, সেলিম উদ্দিন, নাসির উদ্দিন, ফয়ছল আহমদ, মুরাদ আহমদ, বড়লেখা সদর ইউনিয়নে ছালেহ আহমদ জুয়েল, সিরাজ উদ্দিন, আব্দুল লতিফ, নরেশ দে, ইয়াছিন আলী, তালিমপুর ইউনিয়নে বিদ্যুৎ কান্তি দাস, মো. নাজমুল আবেদীন, এখলাছুর রহমান, সুনাম উদ্দিন, আব্দুল আহাদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে এনাম উদ্দিন, নজরুল ইসলাম, মহিউদ্দিন গুলজার, আব্দুল জলিল ফুলু, আশরাফ হোসেন, সুজানগর ইউনিয়নে সায়েদুল মজিদ নিকু, ইমরুল ইসলাম লাল, সৈয়দ মহসীন আলী, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে আজির উদ্দিন, সুলতানা কুহিনুর সারওয়ারী, সুব্রত কুমার দাস শিমুল, মো. তাজ উদ্দিন লতা, আব্দুল রাব্বানী, সামছুল হক, নাজিম উদ্দিন ও সঞ্জিত দাস আবেদন করেন।

বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০টি ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশী ৫৩ জন আবেদন করেছেন। তাদের নাম জেলা আওয়ামী লীগ নিয়ে গেছেন। তারা নামগুলো পর্যালোচনা করে কেন্দ্রে পাঠাবেন। কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হবে।’

প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

Back to top button