মৌলভীবাজারে পুলিশের অভিযানে ৬০ অবৈধ গাড়ি জব্দ

নিউজ ডেস্ক- মৌলভীবাজার জেলা পুলিশের যৌথ অভিযানে শহরে অবৈধ গাড়ী, বৈধ কাগজ পত্র নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, কাগজ পত্রহীন অন-টেস্ট গাড়ীতে অভিযান পরিচালনা করা হয়।
রোববার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন শনিবার সারাদিন শহরের চৌমুহনী পয়েন্ট, কুসুমবাগ এলাকা, বেজ বাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান করা হয়। অভিযান পরিচালনা করে অবৈধ গাড়ি, বৈধ কাগজ পত্র নেই, কাগজ পত্রহীন অন-টেস্ট গাড়ী সিএনজি, সিএনজি চালিত টমটম, মোটরসাইকেলসহ এধরণের ৬০টি গাড়ি জব্দ ও ১৭ টি মামলা করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার আরও বলেন, অবৈধ গাড়ি, বৈধ কাগজ পত্র নেই, কাগজপত্রহীন অন-টেস্ট গাড়ী চলাচল করতে পারবে না। কাগজপত্রহীন অন-টেস্ট গাড়ীগুলো জব্দ করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কোন গাড়ী রাস্তায় চলাচল করতে পারবে না। অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, মৌলভীবাজার শহরকে আমরা পরিচ্ছন্ন রাখতে চাই।