বিয়ানীবাজারে মাল্টিমিডিয়া জার্নালিজমের দুইদিনব্যাপী কর্মশালা সম্পন্ন
টাইমস প্রতিবেদকঃ বর্তমান প্রযুক্তির তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে গণমাধ্যম। গণমাধ্যমে প্রযুক্তির ছোয়ায় এখন মাল্টিমিডিয়া জার্নালিজমের দিক বিবেচনা করে বিয়ানীবাজারে হয়ে গেলো দুইদিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজমের কর্মশালা। বিয়ানীবাজারে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম টাইমস টিভি, এবিটিভি, ম্যাপ টিভি ও জনতার টিভির যৌথ আয়োজনে বিয়ানীবাজারের অভিযাত রেস্টুরেন্ট রয়েল স্পাইসীর হলরুমে অনুষ্ঠিত দুদিনব্যাপী কর্মশালায় মাল্টিমিডিয়া জার্নালিজমের বিভিন্ন দিক তুলে ধরেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক তপন মাহমুদ লিমন।
শুক্রবার (১৫ অক্টোবর) সকালে কর্মশালাটির উদ্বোধন করেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর। প্রথম দিনের তিন সেশনে প্রশিক্ষক মাল্টিমিডিয়া জার্নালিজমের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষনার্থীদের কলাকৌশল তুলে ধরেন।
তপন মাহমুদ এসময় বলেন, তিনি মফস্বলে এরকম একটি কর্মশালার আয়োজন দেখে মুগ্ধ, সাংবাদিকতা জীবনের বাস্তব অভিজ্ঞতা ও শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা শুধু সংবাদকর্মীদের শেয়ার করেছেন এতে যদি নতুনরা উপকৃত হয় এতেই তার এখানে আসার সার্থকতা মিটবে।
পরদিন শনিবার (১৬ অক্টোবর) প্রশিক্ষনার্থীরা ৫ টি গ্রুপে বিভক্ত হয়ে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর চা বাগানে তাদের প্র্যাকটিকাল রিপোর্ট তৈরি করেন। পরে সন্ধ্যায় কর্মশালার শেষ সেশনে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর।
বিয়ানীবাজার টাইমসসের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক, টাইমস টিভির ফাউন্ডার ও সিইও তোফায়েল আহমদের সঞ্চালনায় এবিটিভির সিওও ও বিয়ানীবাজার নিউজ২৪ এর সম্পাদক আহমেদ ফয়ছলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তারিকুল ইসলাম, পিএইচজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন।
সাংবাদিকদের প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় জানিয়ে অতিথির বক্তব্যে পৌর মেয়র আব্দুস শুকুর বলেন, পৌরসভার উন্নয়নে কোন ত্রুটি ধরা পড়লে সাংবাদিকরা যেন সেগুলো নির্ধিদায় তুলে ধরেন। গঠনমুলক সমালোচনার পাশাপাশি পৌরসভার উন্নয়ন ও পৌর শহরকে পরিচ্ছন্ন শহরে পরিণত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, কাজ করলে সমালোচনা শোনতে হয়। কিছু মানুষ আছে তারা কাজ করবে না অন্যকেও কাজ করতে দেবে না। সব সময় শুধু দোষত্রুটি খোঁজে বেড়াবে সমালোচনা করবে। সবার উচিত এসব বিষয় এড়িয়ে যাওয়া।
বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, সংবাদ জগতের ব্যাপ্তিকে কাজে লাগিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, আগে শুধু পত্রিকায় সংবাদ প্রকাশ হতো। এখন যুগ পরিবর্তনের সাথে সাথে অনেক মাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রচার করা হচ্ছে। এতে কাজ করার সুযোগ যেমন সৃষ্টি হচ্ছে তেমনি নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে। বিয়ানীবাজারের তরুণ সাংবাদিকরা সব প্রতিকুলতাকে জয় করে এগিয়ে যাবেন।
বিশেষ অতিথি আব্দুল হাসিব জীবন বলেন সংবাদ মাধ্যম এ সমাজের পথপ্রদর্শক। সকল অসঙ্গতি তুলে ধরাই সাংবাদিকদের কাজ। এতে প্রতিবন্ধকতা আসবে, প্রতিকুল পরিস্থিতি তৈরী হবে। তবে সৎ সাহস নিয়ে এগিয়ে যেতে হবে।
দুই দিনের কর্মশালার সমাপনি অনুষ্ঠানে অতিথিদের সাথে সম্মাননা স্মারক তুলে দেন জনতার টিভির চীফ নিউজ এডিটর ও দৈনিক যুগান্তর পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপন, ম্যাপ টিভির সিইও মুনজের হোসেন বাবু, জনতার টিভির সিইও এহসানুল করিম খোকন ও পরিচালক সাহেদ আহমদ। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথির কাছ থেকে বিশেষ সম্মাননা গ্রহন করেন আয়োজক টিভির দায়িত্বশীলরা।