জকিগঞ্জ

কুমিল্লার ঘটনায় জকিগঞ্জে বিক্ষোভ, গাড়ী ভাংচুর

নিউজ ডেস্ক- কুমিল্লায় কোরআন অবমাননার প্রতিবাদে জকিগঞ্জের কালিগঞ্জে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল করে। বুধবার রাত ৮টায় মিছিল বের করলে পুলিশ তা নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এসময় উত্তেজিত জনতা জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র গাড়ী ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে উত্তেজিত জনতা।

এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আহমদ, একাধিক পুলিশ সদস্যসহ অন্তত ১৫জন আহত হয়েছেন।

জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। প্রশাসন কাউকে কোন ছাড় দেবে না।’

Back to top button