বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারের গ্রামীন বাজারে মধ্যরাতে আগুন, দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের অন্তর্গত গ্রামীন বাজার চারাবই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের ঘটনায় একটি ভুষিমালের দোকানের প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চারাবই বাজারের জাবেদ আহমদের মালিকানাধীন ভেরাইটিজ শপে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ছুটে যান স্থানীয় এলাকাবাসী। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আধা ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সহযোগিতা করেছে বিয়ানীবাজার ফায়ার এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা।

এদিকে, আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

Back to top button