বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ভোটের আগে ভোটযুদ্ধে নৌকা প্রত্যাশীরা!

তোফায়েল আহমদ, বিয়ানীবাজারঃ করোনা পরিস্থিতির কারনে একটু দেরীতে হলেও শুরু হয়েছে ইউপি নির্বাচন, চতুর্থ ও শেষ ধাপে হবে বিয়ানীবাজার উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচন। মাঠের প্রধান বিরোধী দল নির্বাচনে না আসায় নৌকা প্রতীক প্রত্যাশী একাধিক প্রার্থী প্রতিটি ইউনিয়নে প্রচারনা চালাচ্ছেন।  তৃনমুলের ভোটে নৌকার প্রার্থী নির্বাচন হবে এমন খবরে কদরও বেড়েছে কাউন্সিলরদের। যেসব ইউনিয়নে একাধিক নৌকা প্রত্যাশী থাকবে সেক্ষেত্রে নৌকার প্রার্থী নির্ধারন হবে তৃণমুলের ভোটে। এমন খবরে বর্তমান চেয়ারম্যানদেরও রয়েছে শংকা। আর বিগত দিনে বিদ্রোহীদের নাম কেন্দ্রে দেয়া হবে না বলে জানিয়েছেন দলের নীতিনির্ধাকরা।

উপজেলার ১০টি ইউনিয়নের নৌকা প্রত্যাশী প্রার্থী প্রায় অর্ধশতাধিক। তাই ভোটের আগে আরেক ভোটযুদ্ধে অংশগ্রহন করতে হবে নৌকা প্রত্যাশী প্রার্থীদের। তৃনমুলের ভোটে প্রার্থী নির্বাচিত হলেও উপজেলা আওয়ামীলীগ ক্রমানুসারে তিনজনের নাম পাঠাবে কেন্দ্রে। সেখান থেকে কেন্দ্র যাকে যোগ্য মনে করবে তাকে নৌকা প্রতীক দেয়া হবে।

জানা যায়, উপজেলার ১নং আলীনগর ইউনিয়নে গতবারের ন্যায় এবারো নৌকা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আহবাবুর রহমান খান শিশু ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জায়গীরদার। ২নং চারখাই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাহমুদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

দুবাগ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য পলাশ আফজাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাওফিক মাহমুদ চৌধুরী।

শেওলা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামছ উদ্দিন খান, বর্তমান চেয়ারম্যান জহুর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন খান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ফয়ছল আহমদ।

কুড়ারবাজার ইউনিয়নে সাবেক ফুটবলার তুতিউর রহমান তোতা ও আওয়ামী লীগ নেতা রেজাউল হক।

মাথিউরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন রুনু, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আমান উদ্দিন।

তিলপাড়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. ইসলাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক ছাদেক আহমদ আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বিবেকানন্দ দাস বিবেক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাহ উদ্দিন ছায়াদ ও জামিল হোসেন।

মোল্লাপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এম এ কাদির, যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ, আওয়ামী লীগ নেতা সাব্বির আহমদ হীরা, সাবেক ছাত্রনেতা ইতালী প্রবাসী ময়জুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আলিম উদ্দিন।

মুড়িয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, বিয়ানীবাজার পৌর শ্রমিকলীগের সাবেক সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ তারেক, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও যুক্তরাষ্ট্র প্রবাসী সাব্বির উদ্দিন, পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক শফিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য কাওছার আহমদ।

লাউতা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান এমএ জলিল, বর্তমান চেয়ারম্যান গৌছ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর রহমান ফয়সল, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক সজীব ভট্টাচার্য, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা পিএম পাল।

দলীয় সিন্ধান্তকে স্বাগত জানিয়ে নৌকা প্রত্যাশী প্রার্থীরা কাউন্সিলরদের বাড়ি বাড়ি যাচ্ছেন। কাউন্সিলরদের ভোট নিজেদের করতে সর্বোচ্চ চেষ্ঠা করছেন।

তৃনমুলের ভোটে নির্বাচিত হলেও বিগত দিনে বিদ্রোহী প্রার্থীদের নাম মনোনয়ন তালিকায় দেয়া হবে না জানিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেওয়ান মাকসুদুল আউয়াল জালালাবাদকে জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী প্রার্থী নির্বাচন হবে। আমরা আশা করবো কেন্দ্র থেকে যিনি নৌকা পাবেন তার পক্ষে আওয়ামীলীগের প্রত্যেক নেতাকর্মী কাজ করবেন।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বলেন, তৃনমুলের ভোটে নির্বাচিতদের মধ্যে ক্রমানুসারে আমরা তিনজনের তালিকা কেন্দ্রে প্রেরন করবো। কেন্দ্র বিভিন্ন তথ্যের ভিত্তিতে নৌকার প্রার্থী নির্বাচন করবে।

Back to top button