বিয়ানীবাজার সংবাদ

শব্দ সন্ত্রাসে অতিষ্ঠ বিয়ানীবাজারের মানুষ!

জুবায়ের আহমদঃ বিয়ানীবাজার পৌরশহরসহ আশেপাশের এলাকায় শব্দ সন্ত্রাসে অতিষ্ঠ সাধারন মানুষ। সকাল হলেই বিরক্তিকর বিজ্ঞাপণী মাইকিংয়ের যন্ত্রনায় কাটে সারাদিন, এব্যাপারে নেই কারো মাথা ব্যাথা। এরকম বিজ্ঞাপনী উচ্চস্বরের মাইকিংয়ে শ্রবনশক্তি কমে যাওয়া ছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সাধারন মানুষ।

মেলা মেলা, মেলা, শুভ উদ্বোধন, সুখবর … এরকম নানা ধরণের বিরামহীন বিজ্ঞাপণ চলতে থাকে পৌরশহরে।

রেকর্ডিংয়ে অবিরাম চলতে থাকে কিছুক্ষণ পর পর ভিন্ন ভিন্ন বিজ্ঞাপণ। কখনো সিএনজি চালিত অটোরিক্সায় আবার কখনো বা ব্যাটারি চালিত অটো রিকশায় দুই দিকে দুটি মাইক লাগিয়ে দিনভর চলে এসব বিজ্ঞাপণ ​আর তাতে নানা ধরণের সমস্যায় পড়তে হয় পৌরশহরের বাসিন্দাদের।

রিফাত আহমেদ নামে একজন যুবক বলেন, সকাল থেকে রাতের আধার পর্যন্ত বিজ্ঞাপণ শুনতে শুনতে অতিষ্ট হয়ে উঠেছে। কিছুক্ষণ পর পর এরকম বিজ্ঞাপণের কারণে বাসায় থাকা যেন এখন কঠিন হয়ে উঠেছে।

রাব্বি আহমেদ নামে একজন জানান, এসব উচ্চস্বরে বিজ্ঞাপণের কারণে রোগীদের ও অনেক সমস্যা হয়। আমার দাদুর হার্টে সমস্যা আছে। উচ্চ আওয়াজ শুনা বারন উনার। পৌরশহরে বাসা থাকার কারণে প্রতিদিন অনেক বার এসব বিজ্ঞাপণ শুনতে হয় আমাদের। তাতে আমার দাদুর সমস্যা হয়।

শব্দ সন্ত্রাস রুখতে প্রশাসনকে আইনের ভিতরে থেকেই ব্যবস্থা নেয়ার অনুরোধ সাধারন মানুষের।

Back to top button