ওসমানীনগর

ওসমানীনগরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিউজ ডেস্ক- ওসমানীনগরে স্বাস্থ্যবিধি না মানায় চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ অক্টোবর ) সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারের সুমন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার নেতৃত্বে গোয়ালাবাজারের হাজী মার্কেটের সুমন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় চেম্বারে বসা ডা. এমএ মান্নানের প্রেসক্রিপশনে থাকা এমবিবিএস ডিগ্রি নিয়ে আদালত সন্দেহ প্রকাশ করেন। তাকে চেলেঞ্জ করলে ডা. মান্নান ডিগ্রির সনদ দেখাতে ব্যর্থ হন। পরবর্তীতে আদালত তাকে ৩০ অক্টোবরে মধ্যে সকল কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে হাজির হওয়ার নির্দেশ দেন।

এ সময় ফার্মেসির স্টাফ ও ক্রেতাদের মুখে মাস্ক না থাকায় চারজনকে ৫শ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা বলেন, ডা. মান্নান তার এমবিবিএস ডিগ্রি সনদ তাৎক্ষণিক দেখাতে ব্যর্থ হলে তাকে আগামী ৩০ অক্টোবরে মধ্যে সকল সনদ নিয়ে উপজেলা কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। বৈধ কাগজ না দেখানোর পর্যন্ত তিনি চেম্বারে বসে রোগী দেখতে পারবেন না।

Back to top button