কানাইঘাটে মায়ের মৃত্যুর খবর শুনে প্রবাসে মারা গেলেন ছেলে
নিউজ ডেস্ক- কানাইঘাটে মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে প্রবাসী ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (৭ অক্টোবর ) উপজেলার বাণীগ্রাম ইউনিয়নের আকুনি গ্রামে বার্ধক্যজনিত রোগে মারা যান জয়গুন নেছা নামের ৮০ বছরের এক বৃদ্ধা। তাঁর মৃত্যু সংবাদ জানানো হয় প্রবাসে থাকা ছেলের কাছে। মায়ের মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছেলেরও মৃত্যু হয়।
মাত্র ৬ ঘন্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন অাকুনি গ্রামের জয়গুন নেছা (৮০)। বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়িতে নেওয়ার পথে তিনি মারা যান। মোবাইলে মায়ের মৃত্যুর খবর শুনে সৌদি আরবে থাকা ছেলে মামুন রশীদ শোক সইতে না পেরে হার্ট অ্যাটাক করেন। এসময় তাকে সেখানকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনা সম্পর্কে নিকটাত্মীয় মুফতি ইবাদুর রহমান বলেন, মাকে খুব বেশি ভালোবাসতেন ছেলে মামুন রশীদ। একসঙ্গে দুজনকে হারিয়ে আমরা বাকরুদ্ধ।
তিনি জানান, তিন ভাইয়ের মধ্যে মামুন রশীদ পরিবারের মেজো। বেশ কয়েক বছর থেকে তিনি সৌদি আরবে থাকেন। এ বছর দেশে আসার কথা ছিলো তার।