বিয়ানীবাজার পৌরসভার সংরক্ষিত ৩নং ওয়ার্ডের নির্বাচনে জয়ী সাবিনা

বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার পৌরসভার সংরক্ষিত ৩নং ওয়ার্ডের উপ নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ছাবিনা ইয়াছমিন। তিনি আনারস প্রতীক নিয়ে তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্ধি অটোরিক্সা প্রতীকের নাজমুন নাহার নিপাকে ৩৭৮ ভোটে পরাজিত করেন। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সকাল ৮টা থেকে টানা বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সহকারি রিটার্নিং কর্মকর্ত সৈয়দ কামাল হোসেন জানান, তাদের কাছে দুটি কেন্দ্রের ফলাফল রয়েছে, ফলাফলে এগিয়ে রয়েছেন আনারস প্রতীকের ছাবিনা ইয়াছমিন।
তবে বেসরকারিভাবে তিন কেন্দ্রের ফলাফল অনুযায়ী আনারস প্রতীকের প্রাপ্ত ভোট ১১৩৩টি এবং তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বি নাজমুন নাহার নিপা অটোরিক্সা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭৫৫টি। দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের তফাৎ ৩৭৮।
কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের ফলাফল যথাক্রামে- ৭নং ওয়ার্ডের খাসাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আনারস ২৪৯, অটোরিক্সা ১৯০, ৮ নং ওয়ার্ডের নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস ৫১৭, অটোরিক্সা ৩৫০ এবং ৯নং ওয়ার্ডের নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারত ৩৬৭ এবং অটোরিক্সা ২১৫ ভোট।
এদিকে উপনির্বাচনের তিন কেন্দ্র পরিদর্শন করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর এবং বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর।
উল্লেখ্য,সংরক্ষিত এই ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ রোশনা বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছরের আগস্ট মাসে মৃত্যুবরণ করেন। এতে শূন্য হয়ে পড়া সংরক্ষিত ওয়ার্ড পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।