বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে চলছে উপ-নির্বাচন, দিন শেষে কার মুখে ফুটবে জয়ের হাসি!

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার পৌরসভায় বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে উপ-নির্বাচন। সকালের শুরু থেকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ভোটারের উপস্থিতি।

বিয়ানীবাজার পৌরসভার ৭,৮ এবং ৯নং সংরক্ষিত ওর্য়াডের উপ নির্বাচনে মহিলাম কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করছেন ছাবিনা ইয়াসমিন আনারস মার্কায় এবং নাজমুন নাহার নিপা অটো রিক্সা মার্কায়।

সরেজমিনে পৌরসবার ৭,৮ ও ৯ নং ওয়ার্ড ঘুরে দেখা যায় ভোটাররা স্বাচ্ছন্ধ্যে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। প্রত্যেকটি কেন্দ্রে নিরাপত্তায় রয়েছেন প্রশানের বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনী।

নিজেদের পছন্দের প্রার্থীদের কোন ধরণের বৃশৃঙ্খলা ছাড়াই ভোট দিতে পেরে খুশি ভোটাররা। সাবিনা আক্তার বলেন আমি পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি কোন সমস্যা ছাড়াই। সেজন্য আমি খুশি। রাব্বি আহমদ বলেন কোন জটিলতা ছাড়াই আমি ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পেরেছি। সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি।

কাউন্সিলর পদপ্রার্থী আনারস মার্কার ছাবিনা ইয়াসমিন বলেন সকালে এসেই আমি আমার ভোট দিয়েছি। সুষ্ঠু ভাবেই ভোট হচ্ছে।

অটোরিক্সা মার্কায় নাজমুন নাহার নিপা বলেন সকালে ভোটারের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে বেড়েছে সেই সংখ্যা। সুন্দর সু-শৃঙ্খল পরিবেশে ভোট হচ্ছে।

কেন্দ্রগুলোতে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার বলেন কোন বৃশৃঙ্খলা ছাড়াই সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। ভোটাররা নিজেদের ভোট স্বাচ্ছন্দ্যে নিজেদের পছন্দের প্রার্থীদেরকে দিচ্ছেন। অনিয়মের কোন অভিযোগ এখন ও আসেনি। তিনি বলেন আশা করা হচ্ছে দিন শেষে ৬০ থেকে ৭০% ভোট কাস্ট হবে।

Back to top button