বিয়ানীবাজার পৌরসভায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

বিয়ানীবাজারঃ সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহী করার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’। গত ৯ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করে সরকার। তার ধারাবাহিকতায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন করেছে বিয়ানীবাজার পৌরসভা।
৬ অক্টোবর (বুধবার) বিয়ানীবাজার পৌরসভার আয়োজনে দুপুরে পৌরসভার হল রুমে এ দিবসটি পালন করা হয়। পৌর মেয়র আব্দুস শুকুর এর সভাপতিতে ও পৌর কর্মকর্তা দিবাকর পাল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল-০২ মেয়র মো. নাজিম উদ্দিন, সমাজসেবক আবুল হোসেন, খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আতিকুর রাহমান, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাইলি বেগম, পৌরসভার সচিব নিকুঞ্জ ব্যানার্জি, কাউন্সিলর এমাদ আহমদ, মো. সাহাব উদ্দিন, আকছার হোসেন ও আব্দুর রহমান আফজল।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো আশরাফুল আলম, আবিদ হোসেন জাবেদ ও ফাইম আহমদ তাছিম।