মৌলভীবাজারবড়লেখা

বড়লেখায় ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন ফার্মেসীকে জরিমানা

বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে উপজেলার ৩ টি ফার্মেসীকে যথাযথ তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করাসহ বিভিন্ন অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের ওষুধ তত্বাবধায়ক সিরাজুম মনিরা।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী বাজারের এনসি ফার্মেসি, মিতা ফার্মেসি ও অভিষেক ফার্মেসি।

তিন ওষুধের দোকানে জরিমার বিষয়টি নিশ্চিত করে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে বলেন, ‘আমাদের এই ধরণের অভিযান চলবে।’

Back to top button