বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে হঠাৎ বেড়ে পেয়াঁজের ঝাঁঝ, মরিচের ঝাল!

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ বিয়ানীবাজারে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ, পেয়াঁজের সাথে সাথে বেড়েছে কাচা মরিচের ঝাল। আর তাতেই দিশেহারা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে আসা ক্রেতারা। তারা চোখে যেনো শর্ষেফুল দেখছেন। এমন চিত্র দেখা গেছে বিয়ানীবাজার পৌরশহরসহ আশেপাশের বাজারগুলোতে।

জানা যায়, গত সপ্তাহে পেয়াঁজের দাম ৩০-৩৫ টাকার মধ্যে ছিলো, তবে গত কয়েকদিনে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫-৬০ টাকায় যা প্রায় দ্বিগুন। একইভাবে বেড়েছে কাচা মরিচের দাম, সারা বছর এইবার কাচা মরিচের দাম নিয়ন্ত্রনের বাইরে থাকলেও কিছুদিন আগে নেমে এসেছিলো ১শত টাকায় তবে আবার দাম বেড়েছে কাচা মরিচের। বিয়ানীবাজার পৌরশহরে মঙ্গলবার কাচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ২শত ৫০ টাকায়।

পেয়াঁজের দামের হঠাৎ বৃদ্ধি কেনো এমন প্রশ্নের জবাব দিতে নারাজ ব্যবসায়ীরা, তাঁদের দাবী দাম দিয়ে কিনে আনছেন তাই দাম বেশী। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বললেন, প্রতি বছর দূর্গাপূজার সময় পেয়াঁজের দাম একটু বৃদ্ধি পায় তবে এবার অনেকটা লাগামহীন ভাবে বাড়ছে পেয়াঁজের দাম। তিনি আশা করেন সরকারের নজরাদারি বাড়লে পেয়াঁজের দাম স্বাভাবিক হবে।

বাজারে নিত্যপ্রয়োজনীয় খরচ কিনতে আসা নুর উদ্দিন বলেন, কিছুদিন পরপর এসব দাম বৃদ্ধি আমাদের গা সওয়া হয়ে গেছে, কিছু করার নেই তাই চুপচাপ যা পারি কিনে নিয়ে যাচ্ছি। এসময় আরেকজন ক্রেতা অনেকটা ক্ষুদ্ধ স্বরে বলেন, আপনারাও নিউজ করে কোনো লাভ নেই দাম কমবে না।

শুধু পেয়াঁজ বা কাচা মরিচ নয় বেশীরভাগ পণ্যের দাম উর্ধ্বমুখী, বিশেষ করে সবজির দাম। বাজারে কোনো সবজির কেজি ৫০ টাকার নিচে নেই বলে ব্যবসায়ীরা জানান।

Back to top button