বিয়ানীবাজার সংবাদ

দূর্গাপূজার নিরাপত্তায় বিয়ানীবাজার থানার মতবিনিময় সভা

বিয়ানীবাজারঃ সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডবের দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। সোমবার  (০৪ অক্টোবর) সকালে বিয়ানীবাজার থানার অভ্যন্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় আসন্ন শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিয়ানীবাজার উপজেলায় অবস্থিত পূজা কমিটির সভাপতি, সেক্রেটারি গনের সাথে মতবিনিময় সভা করেন ।

এতে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার পূজা কমিটির সেক্রেটারি বিয়ানীবাজার উপজেলার ৪৮ টি পূর্জা মান্ডবের সভাপতি ও সেক্রেটারি গন।

মতবিনিময় সভায় অফিসার ইনর্চাজ শারদীয়া দূর্গা পূর্জা চলাকালীন সময়ে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার জন্য সবাইকে আহবান করেন। এছাড়াও বলেন যে প্রতিটি পূজা মান্ডবে সার্বিক নিরাপত্তার জন্য পুলিশের নজরদারি সর্বদা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় সভাপতি ও সেক্রেটারিগন তাদের সমস্যার তথ্য তুলে ধরলে অফিসার ইনচার্জ হিল্লোল রায় মনোযোগ
সহকারে তা শোনেন এবং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন
বিয়ানীবাজার থানায় কর্মরত বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারগন।

Back to top button