বিয়ানীবাজারসহ সিলেটে বজ্রসহ বৃষ্টি!

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারসহ সিলেটের বিভিন্ন স্থানে শনিবার বিকাল থেকে বজ্রসহ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্ভাবাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
সিলেটে শরৎকালে মিলছিলো না বৃষ্টির দেখা, ছিলো তীব্র তাপদাহ। এই ভ্যাপসা গরমের মাঝে বৃষ্টি বয়ে নিয়ে এসেছে স্বস্তি সাধারন মানুষদের জন্য। স্বস্তি মিলেছে কৃষকদের মনেও, মাঠে অতিরিক্ত খরায় সবজি চাষে তারা পড়েছিলেন বিড়ম্বনায়।
আবহাওয়া অফিস জানায়, বিহার ও কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপ হিসেবে পরিণত হয়েছে। এটি পূর্বদিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে। এর ফলে আগামী তিনদিনের মধ্যে সিলেটে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।