ওসমানীনগরে পরোয়ানাভূক্ত দুই আসামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক- ওসমানীনগরে পুলিশের অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) কুমিল্লা ও ওসমানীনগরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বুধবার রাতে ওসমানীনগর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে হত্যা মামলার আসামী জলাল মিয়াকে গ্রেপ্তার করে। সে উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামের রইছ মিয়ার ছেলে।
এদিকে, একই রাতে উপজেলার গোয়ালাবাজারে অভিযান চালিয়ে মাদক মামলায় ৬ মাসের কারাদন্ডপ্রাপ্ত আসামী সাইদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। সাইদুর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণগ্রামের আব্দুল ছালিকের ছেলে।
বৃহস্পতিবার দুই আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক সুরমানিউজ টুয়েন্টিফোর ডটনেটকে বলেন, পরোয়ানাভূক্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।