যেই মীর তার শো-তে সারাক্ষণ মানুষকে হাসান, সেই মীর ২ বছরের মধ্যে চারবার চেষ্টা করেন!

আরিফুল ইসলামঃ জনপ্রিয় টিভি শো মীরাক্কেলের উপস্থাপক মীর আফসার আলী। হানিফ সংকেতের উপস্থাপনার কারণে ‘ইত্যাদি’ যেমন জনপ্রিয়, তেমনি মীরের উপস্থাপনার কারণে ‘মীরাক্কেল’ জনপ্রিয়।
যেই মীর তার শো-তে সারাক্ষণ মানুষকে হাসান, সেই মীর ২ বছরের মধ্যে চারবার আত্মহত্যার চেষ্টা করেন!
অন্য সবার মতো আমার মনেও প্রশ্ন জাগতো, এটা কিভাবে সম্ভব? এতো আনন্দ-ফুর্তি করা মানুষের জীবনেও কি এমন কষ্ট আছে, যা তাকে আত্মহত্যা পর্যন্ত নিয়ে যায়? খুব আগ্রহ নিয়ে তার নিজের ব্যাখ্যা শুনতে লাগলাম।
মীর আফসার আলী এমন প্রশ্নের জবাবে জানান, “মীরাক্কেল ইজ এ পার্ট অব মাই লাইফ, নট মাই লাইফ।”
সত্যি বলতে, এই কথাটা আমার মনে ধরেছে। আসলেই তো। যে মীরকে টিভি সেটের সামনে সারাক্ষণ হাসতে দেখি, তারমানে এই না তো তিনি ২৪ ঘন্টাই হাসতে থাকেন। এক, দুই ঘন্টার টিভি শো-তে মানুষকে হাসানো তার দৈনন্দিন জীবনের একটা অংশ। তার দৈনন্দিন জীবনের বাকি ২২ ঘন্টা তো পড়ে আছে।
মানুষ সম্পর্কে আমাদের মূল্যায়নটা আসলেই ভাসাভাসা। Iceberg থিওরির মতো বাহ্যিক অংশ দেখে আমরা পুরো বস্তুকে মূল্যায়ন করতে যাই। অথচ আইসবার্গের বরফ উপরে টেন পার্সেন্ট থাকলে নিচে থাকে নাইনটি পার্সেন্ট। টাইটানিকের নাবিক যেমন সেটা বুঝতে ব্যর্থ হোন, আমরাও তেমন!
মীরকে বলা হয়েছিলো, “আপনাকে দেখে তো মনে হয় না আপনার জীবনে কোনো অস্থিতিশীলতা কাজ করছে।”
উত্তরে তিনি বলেন, “আমি তো একজন আর্টিস্ট, একজন অভিনেতা। আমাকে দেখেই যদি আপনি বুঝে ফেলতেন, তাহলে তো অভিনেতা হয়ে আমার লাভ কী!”
আমাদের আশেপাশের অনেকের আত্মহত্যার ঘটনা শুনে আমাদের চোখ কপালে উঠে। মাথায় হাত দিয়ে আমরা বলি- “তার সাথে কয়েক ঘন্টা আগেই কথা বললাম। খুব স্বাভাবিক মনে হলো। সে কিনা আত্মহত্যা করলো!”
মীরাক্কেলের মীর আফসার আলী না শুধু, আমরা প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে একেকজন অভিনেতা/অভিনেত্রী। জীবনের উত্থান-পতনের সময় রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, কয়জন বুঝতে পারে আমাদের জীবনে টর্নেডো বয়ে যাচ্ছে?
আমাদের মধ্যে এমন কয়জন আছেন, যিনি জীবনে একবারের জন্যও ভাবেননি- ‘ইচ্ছে করছে সুইসাইড করতে’? জীবনের নানান ব্যর্থতায় দেয়ালে পিঠ ঠেকে গেলে অনেকের মনে জীবন থেকে ‘ছুটি’ নেবার ইচ্ছে জাগে। কেউ তার ইচ্ছের কাছে আত্মসমর্পণ করে, কেউ ইচ্ছের বিরুদ্ধে বিদ্রোহ করে। সেই সময় যারা ইচ্ছের বিরুদ্ধে বিদ্রোহ করে, তারা পরদিন সুন্দর একটা ভোর দেখে। রাতের আঁধার শেষে সূর্যোদয় দেখতে পায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর নিয়মিত সেমিনার করতেন, শিক্ষার্থীদের মোটিভেশান দিতেন। তাঁর একটি আলোচনায় চমৎকার একটি কথা আমার এখনো মনে পড়ে। জীবনের কোনো না কোনো সময় যদি আপনার আত্মহত্যার কথা মাথায় আসে, তাহলে এই কথাটি তখন স্মরণ করতে পারেন।
“বুঝলাম, আপনার আত্মহত্যা করার জন্য একটি কারণ আছে। আপনি ঐ একটি কারণে আত্মহত্যা করতে ইচ্ছুক। কিন্তু, আপনার তো বেঁচে থাকার জন্য আরো ৯৯ টি কারণ আছে।”
If you have a reason to die, then you must have ninety nine reason to live.