মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ধানক্ষেতে অজগর উদ্ধার

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

রোববার (২৬সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে খবর পেয়ে উপজেলার ইছবপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে অজগরটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

তিনি জানান, ইছুবপুর গ্রামে মনু মিয়া নামে এক কৃষক ধান খেতে কাজ করার সময় অজগর সাপটি তার পায়ে লাগে। তখন কৃষক মনু মিয়া আতঙ্কিত হয়ে নওয়াগাও এর ইউপি সদস্য শাহজাহান মিয়াকে ঘটনাটি জানায়।

ইউপি সদস্য শাহাজাহান মিয়া’র মাধ্যমে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন উদ্ধার করে নিয়ে আসে। তিনি আরো বলেন, বিকেলে বন বিভাগকে নিয়ে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

Back to top button