বড়লেখা

বড়লেখায় ২০ বছর পর হলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় দীর্ঘ ২০ বছর পর সম্পন্ন হয়েছে সৈয়দ ছানুর এন্ড কটই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে শনিবার বিকালে উপজেলার উত্তর শাহবাজপুরের বড়াইল ফুটবল মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়।

খেলায় আতুয়া- বড়াইল স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে কুমারশাইল স্পোর্টিং ক্লাব জয় লাভ করে।

খোলা শেষে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আব্দুল সালাম চিনির সভাপতিত্বে এবং নজির আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমেদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন , উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ ইন্সপেক্টর) খোরশেদ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার হালদার, স্বেচ্ছাসেবক লীগ ইউএই কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়ব সফাত আলী প্রমুখ।

জানা যায়,২০০০ সালে উপজেলার উত্তর শাহবাজপুরের বড়াইল ফুটবল মাঠে সৈয়দ, ছানুর এন্ড কটই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। সে বছরই টুর্নামেন্টের ফাইনাল খেলা হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে টুর্নামেন্ট আয়োজক কমিটি ফাইনাল খেলা স্থগিত ঘোষণা করেন। দীর্ঘ ২০ বছর পর শনিবার সেই টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়। কাঙ্খিত ফাইনাল ম্যাচটি উপভোগ করতে হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হয়েছিলেন।

Back to top button