বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার সরকারি হাসপাতালে টিকার লাইনের তোয়াক্কা না করে প্রভাবশালীদের সেবা নেয়ার অভিযোগ!

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার দ্বিতীয় ডোজ নিতে এসে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন। সকাল থেকেই অনেকেই লাইনে দাঁড়িয়ে থাকলে ও অনেকেই দাপট দেখিয়ে লাইন অতিক্রম করে টিকা গ্রহণ করে চলে যান। বিষয়টি দীর্ঘ সময় থেকে লাইনে দাঁড়িয়ে থাকা সেবা গ্রহীতাদের জন্য বিব্রতকর।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে এমন অনেক অভিযোগ পাওয়া যায়।

রুবি বেগম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, আমরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি অথচ লাইন না মেনে দেখলাম অনেকেই টিকা দিয়ে চলে যাচ্ছেন তাহলে আমাদের লাইনে দাড়ানোর দরকারটা কি ছিল।

এমনিতে টিকা গ্রহীতার ভিড় থাকায় স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিন নেয়া প্রায় অসম্ভব হয়ে পড়ছে। তার মধ্যে কিছু প্রভাবশালীদের এমন আচরনে ক্ষুদ্ধ সাধারন মানুষ, তারা বলেন সরকারি সেবা নেয়ার ক্ষেত্রে সবাই সমান অথচ কিছু লোক প্রভাব খাটিয়ে এসেই ভ্যাকসিন দিয়ে চলে যাচ্ছে। তারা ভ্যাকসিন প্রদানের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদের অনুরোধ ও রাখেন না।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান বলেন, সেবা গ্রহীতার সংখ্যা বেশি,বিষয়টি আমরা দেখছি।

Back to top button