বিয়ানীবাজারে ১ বছরের সন্তান ও পিতার লাশ কাঁধে প্রবাসী বাবা, দাদা-নাতির দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ ১ বছর বয়সী সন্তান ও ৭০ বছর বয়সী পিতার মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে কাতার থেকে দেশে ছুটে এসেছেন আবুল হাসনাত। একসাথে ১ বছর বয়সী সন্তান আরিয়ান ও বৃদ্ধ পিতার লাশের খাটিয়া কাধে বয়ে যাচ্ছেন। রক্ত ভেজা আরিয়ানের মরদেহ দেখে জানাযায় আসা অনেকের চোখের জল সামলানো যায়নি। একটি সড়ক দুর্ঘটনায় পুরো এলোমেলো একটি পরিবার। জানাযায় উপস্থিত সবাই দোয়া চাইলেন সড়ক দুর্ঘটনায় পরিবারের অন্য ৩ সদস্যের জন্য।
গোলাপগঞ্জে রানাপিং মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দাদা সফিক উদ্দিন (৭০) ও নাতি আরিয়ানের জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সোয়া ২ ঘটিকায় উপজেলার মোল্লাপুর ইউপির পাতন বাঘমারা জামে মসজিদ প্রাঙ্গনে তাঁদের নামাযের জানাযা সম্পন্ন হয়।
এর আগে দুপুরে সুদুর কাতার থেকে সন্তান ও পিতার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন দুই সন্তান। তারা সিলেট মর্গ থেকে দুপুরে বাড়িতে নিয়ে আসেন মরদেহ। বাড়িতে মরদেহবাহি এ্যাম্বুলেন্স পৌছালে উপস্থিত স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠে। ক্রন্দনরত স্বজনদের কান্নায় আশেপাশের সবার চোখেই জল নেমে আসে।
সবার এক দাবী বেপোরোয়া ড্রাইভিং মুক্ত নিরাপদ সড়ক।
বিস্তারিত পরবর্তী প্রতিবেদনে…