কুলাউড়া

কুলাউড়ার সেই সামাজিক বনায়নে আদালতের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক- কুলাউড়ার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বনবিটের আওতাধীন ডলুছড়ায় সামাজিক বনায়ন কার্যক্রমে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারী করেছেন আদালত। গত ১৩ সেপ্টেম্বর বিচারাধীন স্বত্ত্ব মোকদ্দমা (নং ৯৭/২০২১) বাদীপক্ষের আনীত নিষেধাজ্ঞা দরখাস্তের শুনানীর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত বিচার নিস্পত্তি না হওয়া পর্যন্ত এই আদেশ জারী করেন।

গত ১৩ সেপ্টেম্বর (সোমবার) বিজ্ঞ সহকারী জজ আদালতের পক্ষ থেকে এই আদেশটি জারী করা হয়।

বেলকুমার (পানাইপুঞ্জি) ১০৫নং দাগে ১৪০ একরসহ অন্যান্য দাগে সহকারী জজ আদালত কর্তৃক অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ সম্পর্কিত অবগতিপত্র মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করেন বাদীপক্ষের কলবেট পথমি।

এছাড়া মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, কুলাউড়ার ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল), সহকারী কমিশনার (ভূমি) কুলাউড়া, থানার ওসি, বনবিভাগের গাজীপুর রেঞ্জ কর্মকর্তা, মুরইছড়া বিট অফিসার ও কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এর অনুলিপি দেওয়া হয়েছে।

সম্প্রতি কুলাউড়ার কর্মধার ডলুছড়ায় সামাজিক বনায়নের নামে জুম দখল, পানগাছ কর্তন, খাসি-বাঙ্গালী মুখোমুখি সংঘর্ষে আহত হওয়ার সংবাদ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তা নিস্পত্তির লক্ষ্যে দুই পক্ষকে নিয়ে সম্প্রীতি সমাবেশের আয়োজন করেন জেলা প্রশাসন।

জানা যায়, কর্মধার ডলুছড়ায় সামাজিক বনায়নের নামে জুম দখলে খাসিয়া ও উপকারভোগির মাঝে সৃষ্ট ঘটনা নিস্পত্তির লক্ষ্যে ৭ সেপ্টেম্বর স্থানীয় কাঠালতলী বাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সেন্টারে সম্প্রীতি সমাবেশে ডলুছড়ার ১০৫ নং দাগের ১৪০ একরের মধ্যে ১০ হেক্টর জায়গায় সামাজিক বনায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া খাসিয়া-বাঙ্গালী দুই পক্ষের লোকদের সামাজিক বনায়নের উপকারভোগি হিসেবে অন্তর্ভুক্ত করতে বিট কর্মকর্তাকে নির্দেশ দেন প্রশাসন। ওই সমাবেশে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রশাসন, বনবিভাগ, জনপ্রতিনিধি, উপকারভোগি ও খাসিয়া সম্প্রদায়ের প্রতিনিধির সমন্বয়ে ৭ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী।

Back to top button