বিয়ানীবাজারের লাউতার গরীবের ডাক্তার খন্দকার আর নেই

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন কর্মরত ছিলেন ডাঃ-অকিল উদ্দিন
(খন্দকার)। জীবনের বেশীর ভাগ সময় তিনি এ অঞ্চলে মানুষকে সেবা দিয়েছেন। দেশ যখন ডিজিটাল আর আদুনিকতার ছোয়া পায় নি তখন থেকে তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেবা দিয়েছেন। একটা সময় ইউনিয়নের প্রত্যেকটি ঘরে তিনি হয়ে উঠেন সবারন প্রিয় ডাক্তার। অবশেষে জীবনের কাছে হার মেনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহ-ওয়া….রাজিউন)। ডাঃ-অকিল উদ্দিন (খন্দকার) এর বাড়ি গোলাপগঞ্জ উপজেলার গীরদ্দ গ্রামে। তিনি দীর্ঘ দিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন।
বার্ধ্যক্যজনিত কারণে তিনি অবশর পেয়েছিলেন লাউতা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে। তার মৃত্যুর খবর শুনে লাউতা ইউনিয়নের প্রত্যেক জনসাধারণের মনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার অনেক স্মৃতির কথা তুলে ধরেন ফেইসবুকে, আবার অনেকেই শোক প্রকাশ করেন।
জানা যায় গত এক মাস পূর্বে ডাঃ-অকিল উদ্দিন (খন্দকার) তার সহধর্মিণীকে হারিয়েছেন। তার ঠিক এক মাস পর তিনি ও সৃষ্টি কর্তার ডাকে সাড়া দিয়ে পাড়ি জমিয়েছেন অপারে। প্রাথমিক ভাবে জানা যায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আজ রবিবার বিকেল ০৫ টা ৩০ মিনিটের সময়।