মৌলভীবাজার
মৌলভীবাজারে ৫৮৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক- মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে র্যাব ৫৮৬ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তি উপজেলার নিতেশ্বর মোকাম বাজার এলাকার মৃত মানিক মিয়ার ছেলে আলাল মিয়া (৩২)।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এই অভিযান হয়েছে।
শনিবার সন্ধ্যায় র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
অভিযানে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. লুৎফুর রহমান।