বিয়ানীবাজার সংবাদ

এবার শহীদ স্মৃতিসৌধে জুতা পরে মানসিক প্রতিবন্ধি মজনুকে নিয়ে টিকটক ভিডিও

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার পৌরশহরের শহীদ টিলায় অবস্থিত মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরনে নির্মিত শহীদ স্মৃতিসৌধে জুতা নিয়ে টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ভিডিওটি দিয়ে সমালোচনা করেছেন।

ভিডিওতে দেখা যায়, বিয়ানীবাজারের সকলের পরিচিত মানসিক প্রতিবন্ধি মজনুকে নিয়ে জনৈক সুমন রহমান জুতা পরে শহীদ স্মৃতিসৌধের মুল বেদিতে টিকটক বানিয়েছেন। এই ভিডিও ছড়িয়ে পড়ায় সবাই টিকটক তৈরিকারি সুমন রহমানের সমালোচনা করছেন। জানা যায়, বিগত কয়েক মাস থেকে মানসিক প্রতিবন্ধি মজনুকে নিয়ে টিকটকে অশ্লীল গালাগালি এবং অশ্লীল অঙ্গিভঙ্গি দিয়ে ভিডিও বানাচ্ছেন এসব কথিত টিকটকাররা। এসব বন্ধে মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লেখালেখি করে আসছেন। তবে টিকটকারদের এমন অশোভন কর্মকান্ড দিনদিন বেড়েই চলেছে।

এনিয়ে সংবাদকর্মী সুফিয়ান বিন হোসাইন তার ফেসবুক আইডিতে লিখেন,

জুতা পায়ে স্মৃতিসৌধে টিকটক ভিডিও
শহীদদের অবমাননা, নীরব প্রশাসন!!
প্রায় প্রতিনিয়ত জনৈক টিকটকার সুমন ও তার সঙ্গীয় কিশোর গ্যাং এর সদস্যরা মানসিক প্রতিবন্ধী মজনুকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে টিকটক ভিডিও বানাচ্ছে এবং সমাজে অশ্লীলতা ও খারাপ বার্তা ছড়াচ্ছে। যা দেখেও না দেখার ভান করছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
আজ তারা বিয়ানীবাজার পৌরশহরের শহীদটিলাস্থ স্মৃতি সৌধে জুতা পায়ে উঠে টিকটক ভিডিও করে৷ যা মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদগণের প্রতি চরম অবমাননা।
অথচ এই ঘটনায় এখন পর্যন্ত অদৃশ্য কারণে নীরব বিয়ানীবাজার উপজেলা প্রশাসন। তারা কি আদৌ এই কিশোর গ্যাং টিকটকারগুষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। তা বিয়ানীবাজারবাসীর প্রশ্ন????

উল্লেখ্য, কিছুদিন আগে নানকার আন্দোলনে শহীদদের স্মরনে নির্মিত স্মৃতিস্তম্ভে জুতা পরে সিগারেট খেয়ে টিকটকে ভিডিও করায় সামাজিক ভাবে তাকে সাবধান করে বিষয়টি সমাধান করা হয়েছিলো।

Back to top button