বড়লেখা

করোনাকালে বড়লেখায় অর্থ সংকটে বন্ধ হয়ে গেছে ৪ কিন্ডার গার্টেন

বিশেষ প্রতিনিধি- বড়লেখায় করোনা মহামারির কারণে দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর স্কুল খুলে দেওয়া হলেও উপজেলার অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এখনও সচল হয়নি। এরমাঝে আর্থিক সংকটসহ নানা কারণে ৪টি কিন্ডার গার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে। যেগুলো চলছে সেগুলো সচল রাখা নিয়ে কর্তৃপক্ষ উদ্বিগ্ন।

এদিকে, দীর্ঘ ১৭ মাস পর গত রোববার উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের রশিদাবাদ চা বাগানের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানে অংশ নিতে পারেননি প্রধান শিক্ষিকা নিপা রাণী দাস, সহকারি শিক্ষিকা রূপালি দেবী ও সোমা দেবী। তারা অভিযোগ করেন, করোনা সংক্রমণে স্কুল বন্ধের পূর্বে নিয়মিত তারা স্কুলে পাঠদান করেছেন। করোনার মধ্যেও মাঝেমধ্যে স্কুলে গিয়েছেন ও শিক্ষা অফিসে যোগাযোগ রেখেছেন। রোববার স্কুলে গেলে বাগান ম্যানেজার তাদেরকে স্কুলে ঢুকতে দেননি। পরদিন সোমবার সকাল থেকে ছাত্রছাত্রীদের পাঠদান করেন। স্কুল ছুটির পর ম্যানেজার তপন চত্রবর্তী তার কার্যালয়ে ডেকে নিয়ে স্কুলের ছাত্রছাত্রীর হাজিরা খাতাসহ অন্যান্য কাগজপত্র নিয়ন্ত্রণে নিয়ে মঙ্গলবার থেকে স্কুলে না যাওয়ার নির্দেশ দেন।

জানা গেছে, শিক্ষকদের বেতন, বিদ্যালয় ভবনের ভাড়া ও আনুসাঙ্গিক খরচ যোগাতে না পারায় বন্ধ হয়ে গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বড়লেখার শাহবাজপুরের নয়াবাজার মডেল স্কুল, গোয়ালটাবাজার আইডিয়াল একাডেমি, হাকালুকি রেসিডেন্সিয়েল স্কুল ও সুজানগর নবারুন কিন্ডার গার্টেন। এছাড়া অধিকাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও শিক্ষার্থী উপস্থিতি হতাশাব্যঞ্জক। মঙ্গলবার উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে এমন চিত্র দেখা গেছে।

উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরী জানান, উপজেলায় ৭২টি কিন্ডার গার্টেন স্কুল রয়েছে। করোনা মহামারীর নানা সংকটে কয়েকশ’ শিক্ষক মানবেতর জীবন যাপন করেন। অনেকেই শিক্ষকতা ছেড়ে অন্য পেশায় যেতে বাধ্য হন। সুজানগর ইউনিয়নের অনেক শিক্ষক আগর-আতরের ব্যবসায় জড়িয়ে জীবিকা নির্বাহ করেন। নানাবিধ সংকটে ইতিমধ্যে ৪টি কিন্ডার গার্টেন বন্ধ হয়ে গেছে। অনেক নামিদামী কিন্ডারগার্টেনও বন্ধ হওয়ার উপক্রম। শ্রেণী কার্যক্রম শুরু হওয়া প্রতিষ্ঠানগুলো অর্থ, শিক্ষক ও শিক্ষার্থী সংকটে ভুগছে। শুধুমাত্র শিক্ষার্থীদের ভবিষ্যত চিন্তা করে প্রায় বিনা বেতনেই শিক্ষকরা পাঠদান করছেন। এ অবস্থায় স্কুলগুলো টিকিয়ে রাখা নিয়ে কর্তৃপক্ষ চরম উদ্বিগ্ন।

বড়লেখা ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মইনুল ইসলাম জুবের জানান, করোনার আগে ১৮০ জন শিক্ষার্থী তার স্কুলে পড়াশুনা করলেও এখন ১৩০ শিক্ষার্থী স্কুলে ফিরেছে। শিক্ষকদের বেতন, স্কুলের বাড়ি ভাড়া ও অন্যান্য আনুসাঙ্গিক খরচ চালিয়ে নিতে তাকে হিমশিম খেতে হচ্ছে। বড়লেখার কিন্ডার গার্টেন স্কুলগুলো অনিশ্চয়তার মধ্যে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Back to top button