বিজ্ঞপ্তি
দৈনিক সিলেট এক্সপ্রেসের বিয়ানীবাজার প্রতিনিধি হলেন জুবায়ের আহমদ
বিয়ানীবাজারঃ সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেট এক্সপ্রেস পত্রিকার বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন জুবায়ের আহমদ। সম্প্রতি পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছুরত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জুবায়ের আহমদকে এ নিয়োগপত্র প্রদান করা হয়।
দৈনিক সিলেট এক্সপ্রেস পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় তিনি পত্রিকাটির সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্পিত দায়িত্ব পালনের জন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। সংবাদ প্রচার সংক্রান্ত বিষয়ে তার মোবাইল নাম্বার ০১৩০১৭৬৩৯৫৪ এ যোগাযোগ করতে তিনি অনুরোধ জানান।
জুবায়ের আহমদ বর্তমানে পূর্ব সিলেটের জনপ্রিয় নিউজ পোর্টাল বিয়ানীবাজার টাইমস ও টাইমস টিভির স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।