‘আর একলগে সিলেট থাকি আওয়া হইতো নায় রে বইন’

নিউজ ডেস্ক- ‘আর একলগে সিলেট থাকি আওয়া হইতো নায় রে বইন। আমি তোর লগে আর লাগতাম নায়।’ এভাবেই ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মৌলভীবাজারের মেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঈশিতা রায়। হবিগঞ্জে দাদার বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেছেন ঈশিতার সহপাঠী নবনীতা দাশ কাঁকন, মাত্র ২১ বছর বয়সেই জীবনাবসান।
কাঁকনের মা কাবেরি রায় (৫৫) গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। কাঁকনের বাবা মতিলাল দাশ (৬৫), বড়বোন মৌমিতা দাশ বৃন্দাও এ ঘটনায় আহত হয়েছেন। তারা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত কাঁকন দাশ পরিবারের সাথে মৌলভীবাজার শহরের শান্তিবাগ এলাকার বসবাস করতেন। লেখাপড়া, বেড়ে ওঠা মৌলভীবাজার শহরেই। আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। সর্বশেষ পড়াশুনা করতেন সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে, ছিলেন এলএলবি শিক্ষার্থী। স্বপ্ন ছিলো আইনজীবী হওয়ার।
শনিবার (১১ সেপ্টেম্বর) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুনারু গ্রামে দাদাবাড়িতে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে বানিয়াচং সড়কের কবিরপুর নামকস্থানে তাদের
এ সময় গাড়িতে থাকা ৪ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক কাঁকন দাশকে মৃত ঘোষণা করেন। অন্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে পালিয়ে গেছেন গাড়ি চালক।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ওসি মো. মাসুক আলী।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক দেবাশীষ দাশ জানান, কাঁকন দাশকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।