ঘোষণা ছাড়াই হঠাৎ বিয়ানীবাজার পৌর শহরের একাংশে নেই বিদুৎ!
নিজস্ব প্রতিবেদক ঃ কোনো রকম ঘোষণা ছাড়াই বিয়ানীবাজার পৌর শহরে আজ শনিবার দুপুর ২ঃ১০ মিনিট থেকে বিদুৎ নেই। তীব্র গরমে জনজীবনে অস্বস্তির কারন হয়ে দাঁড়িয়েছে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন। বিয়ানীবাজারে প্রতিবছর আবহাওয়ার রসিকতার সাথে প বিদুৎ থাকে না এমন অভিযোগ নতুন নয়।
পৌর শহরের ব্যবসায়ী সহ শ্রমজীবী মানুষেরা তীব্র গরমে বিদুৎ না থাকায় অনেকটাই কষ্ট করে দিনের কাজ সম্পন্ন করছেন। আহমেদ দিদার নামের এক ব্যবসায়ী বলেন, আজকে আবহাওয়া সকাল থেকেই নিয়ন্ত্রনে নেই এ ছাড়াও এই সময়ে বিদুৎ সেবা না পাওয়ায় আমরা সত্যি কষ্টে আছি।
হামিদ হাসান নামের আরেকজন বলেন, প্রতি বছর আবহাওয়ার সাথে রসিকতা শুরু করি পল্লি বিদুৎ আমরা এর থেকে মুক্তি চাই। কোনো রকম ঘোষণা ছাড়া বিদুৎ নেই ঘন্টাখানেক এটা আমাদের জন্য অস্বস্তিকর।
এ বিষয়ে বিয়ানীবাজার পল্লি বিদুৎ অফিসের ডিজিএম ভজন কুমার বর্মন প্রতিবেদককে বলেন, বিয়ানীবাজার কেন্দ্রীয় মসজিদে ট্রান্সমিটার পরিবির্তনের কাজ চলছে। ঘন্টাখানেকের ভিতরে বিদুৎ চলে আসবে।