জুড়ী

জুড়ীতে রাতের আঁধারে জনতার হাতে গরু চোর আটক

নিউজ ডেস্ক- মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় জনতার হাতে ২ গরু চোর আটক হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এই দুই গরু চোরকে আটক হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের শিপলু আহমদ (২৫ ), মানিক সিংহ এলাকার মোঃ বাদশা মিয়া (৩০ )।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে ৫ জন গরু চোর তিনটি গরু একটি পিকআপে করে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় ইউপি সদস্য তাদেরকে থামতে বললে তারা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা মিলে ২ চোরকে আটক করে।

৪ নং ওয়ার্ড কৃষ্ণনগরের ইউপি সদস্য সপন বিশ্বাস বলেন, গাড়ীতে গভীর রাতে গরু দেখে সন্দেহ হলে তাদের থামতে বলায় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগিতায় ২ জনকে আটক করি। এ সময় আরোও তিন জন পালিয়ে যায়‌। পরে পুলিশ কে খবর দিলে ভোরে চোরসহ গরু ও তাদের ব্যবহৃত গাড়ী আটক করে থানায় নিয়ে যায়।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী দুই চোর আটকের বিষয়টি নিশ্চিত করে গনমাধ্যমকে বলেন, তাদের মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে

Back to top button