বাতিলকৃত পরীক্ষার রেজিস্ট্রেশন ফিঃ ফেরত পাচ্ছেন বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা
বিয়ানীবাজার টাইমস- মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল হওয়ায় পরীক্ষার ফরম পূরণের আংশিক টাকা আজ মঙ্গলবার থেকে ফেরত পাচ্ছেন বিয়ানীবাজার সরকারী কলেজের শিক্ষার্থীরা।
করোনা ভাইরাসের ভয়াল থাবায় পুরো দেশ স্তম্ভিত হয়গিয়েছিল। তাতে দীর্ঘ দেড় বছরের বেশী সময় ধরে বন্ধ ছিল দেশের সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান। তাতে ২০১৯-২০২০ অর্থ বছরের এইচএসসি
পরিক্ষার্থীদের পরিক্ষা বাতিল করা হয় এবং পূর্ববর্তি এসএসসি ও এইচএসসি পরিক্ষার ফলাফলের উপর মূল্যায়ন করে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়।
তাতে সরকার সিদ্ধান্ত নেয় ফরম পূরণের আংশিক টাকা শিক্ষার্থীদের মাঝে ফেরত দিবেন। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকাল থেকে বিয়ানীবাজার সরকারী কলেজ ২০২০ সালের এইচএসসি পরিক্ষার্থী যারা ছিলেন তাদেরকে ফরম পূরণের আংশিক টাকা ফেরত দিচ্ছেন। বিয়ানীবাজার সরকারী কলেজের ২০২০ সালের এইচএসসি পরিক্ষার্থী ১৪৩৭ জন শিক্ষার্থীদের মধ্যে নয় লক্ষ ৪০ হাজার ৮১০ টাকা দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীরা টাকা পেয়ে খুশিতে আত্মহারা। অনেকের প্রশ্ন ছিল পরিক্ষা নেওয়া হয় নাই টাকা কেন নেওয়া হল। অবশেষে টাকা ফেরত পেয়ে খুশি তারা।
তাহের আহমেদ নামে একজন শিক্ষার্থী বলেন দীর্ঘদিন আমরা টাকা ফেরত পাচ্ছি। আংশিক হলেও ফেরত পেয়েছি তাতেই খুশি আমরা।
আয়শা সিদ্দিকা নামে একজন শিক্ষার্থী বলেন টাকাটা আমি আমার মায়ের হাতে তুলে দিবো। তবে পরিক্ষা দিতে না পেরে অনেকটা অখুশি আমরা। পরিক্ষা হলে হয়তো আরও ভালো ফলাফল আসতো। তারপরও খুশি আলহামদুলিল্লাহ।
বিয়ানীবাজার সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তারিকুল ইসলাম বলেন আমরা শিক্ষার্থীদের মধ্যে ফরম পূরণের আংশিক টাকা ফেরত দিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার বিজ্ঞান শাখা এবং ব্যাবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের মধ্যে টাকা দেওয়া হচ্ছে এবং বুধবার মানবিক শাখার শিক্ষার্থীদের মধ্যে টাকা প্রদান করা হবে। তিনি বলেন নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদেরকে ১ হাজার ৬৫ টাকা, ব্যাবসা শাখার শিক্ষার্থীদের মধ্যে ৬২৫ টাকা এবং মানবিক শাখার শিক্ষার্থীদের মধ্যে ৬২৫ টাকা ফেরত দেওয়া হচ্ছে।