জৈন্তা

জৈন্তাপুরে গাছের সাথে লেগুনার ধাক্কা, যুবক নিহত

নিউজ ডেস্ক- সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে লেগে আব্দুল খালিক (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন।

তিনি দরবস্ত ইউনিয়নের ফরফরা গ্রামের সৈয়দ আলীর ছেলে এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (০৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জৈন্তাপুরের দরবস্ত থেকে কানাইঘাটের উদ্দেশ্য ছেড়ে যাওয়া লেগুনা করগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে লেগুনার যাত্রী মাছ ব্যবসায়ী আব্দুল খালিক গুরুতর আহত হন। স্থানীয়রা আব্দুল খালিককে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেটে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Back to top button