ভ্যাপসা গরমে নাকাল বিয়ানীবাজার
বিয়ানীবাজার টাইমস- তীব্র গরমে অতীষ্ট বিয়ানীবাজার উপজেলার সাধারণ মানুষ। সকাল থেকেই সূর্যের তেজ ছিল প্রখর। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তেজ রুপ নিয়েছে অগ্নিরুপে।
সরেজমিনে পৌরশহরের বেশ কয়েকটি জায়গায় ঘুরে দেখা যায় অনেকেই গরম সহ্য করতে না পেরে কাপর খুলে গাছের নিচে বসে আছেন,আবার অনেকেই একবারের জায়গায় গুসল করছেন ২/৩ বার।
কথা হয় সাব্বির নামে একজন যুবকের সাথে। তিনি বলেন অতিরিক্ত গরমের কারণে বাসায় আমার বয়স্ক দাদুর বেশী কষ্ট হচ্ছে। বৃদ্ধ মানুষ বলতেও পারছেন না আবার সহ্যও করতে পারছেন না।
পৌরশহরে দেখা যাউ যাদের কেবলমাত্র বিশেষ দরকার রয়েছে কেবল তারাই এসেছেন বাজারে। কাজ শেষে তড়িঘড়ি করে ফিরছেন বাসায় গরমের কারণে।
আবহাওয়া অফিস জানায়, আজ শনিবার এখন পর্যন্ত সিলেটে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তার সঙ্গে দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ু যোগ হয়ে বেড়েছে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ। ফলে বেড়েছে ভ্যাপস গরম।